ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

পুলিশে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার

আইনশৃঙ্খলা সক্ষমতা বাড়াতে পুলিশে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার।


বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।


পুলিশ জানায়, জননিরাপত্তা বিধানে পুলিশের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার। পুলিশে হেলিকপ্টার সংযোজনের ফলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমে ব্যাপক গতিশীলতা আসবে, যার সুফল ভোগ করবেন দেশের জনগণ।


হেলিকপ্টার সংযোজনের ফলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা এবং নজরদারি বাড়ানোর ক্ষেত্রে পুলিশ আরও দক্ষতার সঙ্গে তাৎক্ষণিক ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

হেলিকপ্টার দুটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জি টু জি) পদ্ধতিতে রাশিয়া থেকে কেনার জন‌্য বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের শাপলা কনফারেন্স রুমে পুলিশ এবং হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টারর্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।


এ সময় আইজিপি ড. বেনজীর আহমেদ এবং রাশিয়ান হেলিকপ্টারর্সের মহাপরিচালক আন্দ্রে আই. ভোগেনিস্কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

















































সূত্র : রাইজিংবিডি

ads

Our Facebook Page